যাদের চুল পড়ে শুধু তারাই জানে এটা কতোটা কষ্টকর কখনো কখনো এটাই মন খারাপ থাকার একমাত্র কারণ। চুল আঁচড়ালেই চিরুনির সাথে ক্যান্সারের রোগীর মতো চুল উঠে আসে অনেকেরই। শুধু তাই নয়, পুরো বাসা থেকে শুরু করে খাবারে, ওয়াশরুমে শুধু চুল দিয়ে ভর্তি হয়ে যায় ।